প্রকাশিত: Tue, Jan 10, 2023 3:45 AM
আপডেট: Sun, Jan 25, 2026 8:54 PM

হামলাকারীরা ফ্যাসিস্ট: প্রেসিডেন্ট লুলা

উত্তাল ব্রাজিল, সংসদ ও সুপ্রিম কোর্টে বলসোনারো সমর্থকদের তাণ্ডব

রাশিদুল ইসলাম: সোমবার মধ্যরাতে ব্রাজিলের কংগ্রেস (সংসদ), সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে শুরু করে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর শতশত উন্মত্ত সমর্থক। পুলিশি নিরাপত্তা বলয় ভেঙে চুরমার করে সেখানে ঢুকে ব্যাপক ভাংচুর শুরু করে বলসোনারো সমর্থকরা। কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় কংগ্রেস ভবন প্রতিবাদীদের কবল থেকে পুনরুদ্ধার করে ব্রাজিলের পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। গ্রেপ্তার করা হয়েছে ৪ শতাধিক ব্যক্তিকে। ওয়াল

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই ঘটনাকে নির্লজ্জ ফ্যাসিবাদী আক্রমণ বলে অভিহিত করেছেন। তিনি এধরনের প্রতিবাদ, বিক্ষোভ কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন। হামলা চালাতে বলসোনারো  তার সমর্থকদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট লুলা। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বলসোনারো। তিনিও হামলার নিন্দা জানিয়ে বলেন, এর পেছনে তার কোনো ভূমিকা নেই। হামলার জেরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় নিরাপত্তা-সংক্রান্ত কেন্দ্রীয় হস্তক্ষেপ ঘোষণা করে ডিক্রি জারি করেছেন লুলা। এই ডিক্রি দেশটির রাজধানীতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তার সরকারকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এটি বহাল থাকবে।

ব্রাজিলে দু’মাস আগে হওয়া রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে বামপন্থী লুই ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে গিয়েছিলেন চরম দক্ষিণপন্থী জায়ের বলসোনারো। সেই পরাজয় মেনে নিতে পারেনি তার সমর্থকরা। এই ঘটনার সময় প্রেসিডেন্ট লুলা রাজধানীতে ছিলেন না। আর সাবেক প্রেসিডেন্ট বলসোনারো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব